ফ্রিল্যান্সিং কি এবং কিভাবে শুরু করবেন?

5/5 - (1 vote)

ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে বহুল আলোচিত। যেখানে প্রায় সকল স্তরের মানুষদের জন্য Freelancing করার সুযোগ-সুবিধা রয়েছে।

ছাত্র-ছাত্রী, যুবক-যুবতি এবং চাকরিজীবী মানুষরা সহ সকলে এখন ফ্রিল্যান্সিং কে নিজের পেশা অর্থাৎ ক্যারিয়ার হিসাবে নিচ্ছে।

তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন?

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি Freelancing সম্পর্কে একটি মোটামুটি ধারণা পেতে যাচ্ছেন এবং তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে হবে।

ফ্রিল্যান্সিং কি? (What is freelancing)

অনেকের মনে ঘুর-পাক খায় What is freelancing? আসলে এই ফ্রিল্যান্সিং টা আবার কি? সহজ ভাবে বলতে গেলে ধরুণ আপনি একজন চাকরিজীবী সেই সকালে বাসা থেকে বার হয়ে অফিসে যান আবার অফিসের সব কাজ শেষ করে বিকেলে আবার বাসায় ফেরেন। যদিও সব চাকরির ক্ষেত্রে ফেরার সময়টা সুনির্দিষ্ট না।

আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন বা Freelancing শুরু করেন তাহলে আপনার জন্য কোনো নির্দিষ্ট সময় নাই।
কথাটি এ কারণেই বললাম কারণ যে কোনো সময়ই আপনাকে কাজ করতে হতে পারে। সেটা দিনেই হোক বা রাত্রে হোক। আপনার ক্লায়েন্টের কাজ আপনাকে করতে হবে এবং সঠিক সময়ে সেই কাজ জমা দিতে হবে।

তবে আপনি চাইলে কাজ করতেও পারেন আবার নাও করতে পারেন। এটাতে আপনার ব্যক্তি স্বাধীনতা রয়েছে।

সব থেকে আর একটা বড় বেনিফিট হলো আপনাকে অফিসে যেয়ে কাজ করতে হচ্ছে না। আপনি আপনার বাসায় বসে থেকে আপনার কম্পিউটারে কাজ করে আপনার ক্লাইন্টকে ডেলিভারি দিয়ে দিতে পারছেন। যেটাকে রিমোট জব বলা হয়ে থাকে।

ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয়?

কাজ করার জন্য অনেক মার্কেটপ্লেস আছে সেখানে ক্লাইন্ট এর মাধ্যমে কাজ নিয়ে কাজ করতে হয়।

আপনার ফ্রিল্যান্স স্কিল অনুযায়ী ক্লাইন্টের কাজে প্রোপজাল সাবমিট করতে হবে। ক্লাইন্ট যদি মনে করেন যে তার কাজের ধরন অনুসারে আপনার প্রোপজাল পার্ফেক্ট তাহলে তারা আপনাকে উক্ত কাজের জন্য হায়ার করবে বা অর্ডার করবে।

উক্ত কাজে একটি নির্দিষ্ট সময় থাকবে এবং সেই সময়ের মধ্যে আপনাকে ক্লাইন্টের কাজ সম্পূর্ন করে বুঝিয়ে দিতে হবে।

ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস reelancing marketplace

Freelancing Marketplace এমন একটি অনলাইন প্লাটফর্ম। যেখানে কাজ সম্পর্কিত অনেক ধরনের পোস্ট করা হয়ে থাকে।

একজন ফ্রিল্যান্সার তার নিজের স্কিল অনুযায়ী ক্লায়েন্টদের প্রপোজাল পাঠানোর মাধ্যমে কাজ নিয়ে তা সম্পূর্ণ করতে হয়।

আপনি যদি একজন Freelancer হিসাবে Freelancing Marketplace গুলোতে কাজ করতে চান সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে বড় মার্কেটপ্লেসগুলো হলো-

  • Fiverr
  • Upwork
  • Freelancer
  • People Per Hour
  • 99designs
  • Designhill

ইত্যাদি এছাড়াও আরো অনেক মার্কেটপ্লেস রয়েছে সেগুলোতেও অনেক ফ্রিল্যান্সাররা কাজ করে থাকেন।

কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো বা নতুনদের জন্য ফ্রিল্যান্সিং শেখার উপায়?

কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো বা নতুনরা কিভাবে শিখতে পারেন এর উত্তরে আমি বলবো freelancing একটি বিশাল সমুদ্র। আপনি চাইলেও রাতারাতি সবকিছু শিখতে পারবেন না। এখান থেকে একটি স্পেসিফিক টপিকের উপর আপনাকে দক্ষ হতে হবে।

আপনাকে আপনার পছন্দ মতো কয়েকটি স্কিলড বেঁছে নিতে হবে যেমন- গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, অ্যাপস ডেভেলপমেন্ট ইত্যাদি এছাড়াও আরো অনেক ক্যাটাগরী আছে।

এক সপ্তাহ সময় নিয়ে ফ্রিল্যান্সিং এর সব ক্যাটাগরি গুলো খাতায় লিস্ট করে নিবেন। লিস্ট করা শেষ হয়ে গেলে লিস্টে থাকা প্রতিটি টপিক সম্পর্কিত ভিডিও বা ব্লগ পোস্ট পড়ে নেয়া।

এরপর আপনি নিজেই বুঝতে পারবেন কোন টপিকটি আপনার সঙ্গে মিলে যাচ্ছে এবং আপনার ধারণা আপনি তা খুব দ্রুত আয়ত্ব করতে পারবেন।

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সম্পর্কিত কোর্স পাওয়া যায়। আমার সাজেশন হলো প্রথমত কোর্স না করে আগে বেসিকটা সম্পর্কে ইউটিউবে সার্চ করে ভিডিও দেখার মাধ্যমে শেষ করে নিতে হবে।

বেসিকটা সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেলে তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কোন মেন্টরের কোর্স করা উচিত।

যদিও আপনি চাইলে ইউটিউবে ভিডিও দেখে দেখে শিখতে পারবেন অসংখ্য রিসোর্স আছে কিন্তু ছড়িয়ে-ছিটিয়ে আছে আপনাকে খুঁজে খুঁজে শিখতে হবে এবং আপনাকে সময় দিতে হবে এবং আপনার নিজেই নিজেকে গাইড করতে হবে।

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো?

মোবাইল দিয়ে আপনি হয়তো ভিডিও দেখার মাধ্যমে নলেজ নিতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে কি করে কিন্তু প্রফেশনালি ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে অবশ্যই কম্পিউটার থাকতে হবে এবং প্রতিনিয়ত প্রাকটিস করতে হবে।

ফ্রিল্যান্সিং করতে কি প্রয়োজন?

মোটামুটি চলমান একটা কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন থাকাটা আবশ্যক। এছাড়াও প্রতিদিন সময় করে মিনিমাম আপনাকে ৫ থেকে ৭ ঘন্টা শেখার পিছনে ব্যয় করতে হবে এবং ধৈর্য্য থাকতে হবে।

ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায়?

ফ্রিল্যান্সিং এই সেক্টরে আপনি অনেক ধরনের কাজ করা যায়। ডাটা এন্ট্রি থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ইমেইল মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইত্যাদি আরো অনেক ধরনের কাজ করতে পারবেন।

ফ্রিল্যান্সিং এর সহজ কাজ কি?

সহজ কাজগুলোর মধ্য থেকে ডাটা এন্ট্রি, ইমেইল মার্কেটিং, টাইপিং ইত্যাদি অনেক ধরনের ছোট ছোট কাজ রয়েছে। যেগুলো আপনি খুব অল্প সময়ে শিখে নিতে পারবেন।

আমাদের পরামর্শ হলো সহজ কাজের পিছনে না ছুটে সময় নিয়ে একটা ডিমান্ডেবল স্কিল অর্জন করুন তাহলে পরবর্তী সময়ে দীর্ঘ দিন ধরে আপনি এর বেনিফিট পেতে থাকবেন।

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি?

যেখানে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করার পরেও ভবিষ্যৎ সম্পর্কে আমরা অনিশ্চিত সেখানে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কিভাবে খুঁজেন।

তবে ভালো একটা স্কিল অর্জন করতে পারলে হয়তো পরবর্তী সময়ে ভালো কিছু আশা করা যেতে পারে আর বাকিটা উপর ওয়ালার ইচ্ছে।

উপসংহার

আশাকরি উপরোক্ত আমাদের ব্লগপোস্টটি পড়ার মাধ্যমে মোটামুটি ফ্রিল্যান্সিং বিষয়ে বুঝতে পেরেছেন।

Leave a Comment