মার্কেটিং কাকে বলে? একটি বিস্তারিত গাইডলাইন

4.2/5 - (5 votes)

মার্কেটিং কি বা মার্কেটিং কাকে বলে এবং কেনই বা মার্কেটিং এতো গুরুত্বপূর্ণ?

বর্তমান সময়ে আপনাকে মার্কেটিং সম্পর্কে কেনো ধারণা রাখা উচিত?

ব্যবসার পরিচিতি বাড়ানো থেকে শুরু করে রেভিনিউ জেনারেট করা পর্যন্ত মার্কেটিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে বিন্তারিত ধারণা পেতে যাচ্ছেন।

মার্কেটিং বলতে কি বুঝায়?

কোন ব্যবসা প্রতিষ্ঠান তার পণ্য বাজারজাতকরণের পর বিক্রয় বৃদ্ধির জন্য যে পদ্ধতি অবলম্বন করে তাকে আমরা মার্কেটিং বলতে পারি। উত্তম পরিকল্পনার মাধ্যমে একটি ব্যবসাকে সাফল্যের উচ্চ স্তরে নিয়ে আসা সম্ভব। উত্তম পরিকল্পনা ব্যতীত কখনো একটি ব্যবসা সফল হতে পারেনা।

সাধারণত মার্কেটিং এর চারটি মূলভিত্তি রয়েছে । মূলত এই চারটি প্রক্রিয়ার উপর ভিত্তি করে প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয় নিচে সে সম্পর্কে আলোচনা করা হলো :

  1. Product (পণ্য): প্রোডাক্ট বা পণ্য তৈরি করা।
  2. Price (মূল্য): প্রোডাক্ট বা পণ্যের মূল্য নির্ধারণ করা।
  3. Placement/Availability (বাজারজাতকরণ/যোগদান) : প্রোডাক্ট তৈরি ও মূল্য নির্ধারণ করার পর প্রোডাক্টের
  4. যোগান দেওয়া এবং বাজারজাতকরণ করা।
  5. Promotion or Marketing (মার্কেটিং): বিক্রির জন্য সেই প্রোডাক্টকে মার্কেটিং করা।

মার্কেটিং কত প্রকার কি কি?

মার্কেটিং এর নির্দিষ্ট কোন প্রকারভেদ নেই তবে মার্কেটিং কে দুই ভাগে ভাগ করা যেতে পারে যথা:

  • Offline Marketing (অফলাইন মার্কেটিং)
  • Online Marketing (অনলাইন মার্কেটিং)

Offline Marketing (অফলাইন মার্কেটিং)

সহজভাবে বলতে গেলে সেলফ মার্কেটিং কে মূলত আমরা অফলাইন মার্কেটিং হিসেবে আখ্যায়িত করতে পারি। অনেকে একে ট্রেডিশনাল মার্কেটিং বলে থাকে। যা যুগ যুগ ধরে এখনো পর্যন্ত চলমান। নিচে কিছু জনপ্রিয় ট্রেডিশনাল মার্কেটিং এর ধরণ তুলে ধরা হলো:

  • টিভি বিজ্ঞাপন
  • রেডিও বিজ্ঞাপন
  • ম্যাগাজিন বিজ্ঞাপন
  • পত্রিকায় বিজ্ঞাপন
  • দেওয়াল পোস্টার
  • ক্যালেন্ডার বিজ্ঞাপন
  • মাইকিং ইত্যাদি

Online Marketing (অনলাইন মার্কেটিং)

বর্তমান সময়ে কেনাকাটা থেকে শুরু করে এখন সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। আমরা ছোট বড় প্রায়ই সকলেই অনলাইনের কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। করোনা প্যান্ডেমিক এর পর থেকে অনলাইন মার্কেটিং ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

অনলাইন মার্কেটিং কে মূলত আমরা ডিজিটাল মার্কেটিং বলে থাকি । এই অনলাইন মার্কেটিং এর মধ্যে আপনি আপনার পণ্য বা প্রোডাক্টে যতগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন তা আর অন্য কোন মাধ্যমে সম্ভব নয়।

FAQ

মার্কেটিং এর জনক কে?

মার্কেটিং এর জনক ড. ফিলিপ কোটলার কে বলা হয়। তিনি ২৭ মে, ১৯৩১ সলে শিকাগোতে জন্মগ্রহণ করেন। এস.সি. জনসন এবং নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কেলোগ স্কুল অফ ম্যানেজমেন্টের ডিস্টিংগুইশ প্রফেসর। এছাড়াও তিনি মার্কেটিং ম্যানেজমেন্ট এর বই ছাড়াও বিভিন্ন গ্রন্থ লিখেছিলেন।

সেলস কি?

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা ক্রেতার নিকট বিক্রয় করার মাধ্যমকে সেলস বলে।

সেলস ম্যান এর কাজ কি?

সঠিক সময়ে কাস্টমার বা ক্রেতার নিকট সেই প্রোডাক্ট বা পণ্যকে পৌঁছানোর মাধ্যমেই হলো সেলসম্যানের কাজ।

শেষকথা

আশাকরি আজকের এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে মার্কেটিং কাকে বলে এই সম্পর্কে একটি যথাযথ ধারণা পেয়েছেন।

Leave a Comment