কিভাবে সুন্দর করে কথা বলতে হয়?

4.7/5 - (3 votes)

সবার মাঝে নিজেকে স্মার্টলি দেখানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করায় আমরা যেমনটা গুরুত্ব দেই ঠিক মানুষের সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারাটাও অতিব জরুরী। কিভাবে সুন্দর করে কথা বলতে হয় তা জানা না থাকায় আমরা নিজেদেরকে সবার সামনে উপস্থাপন করতে অক্ষম হয়ে পরি।

আপনাকে মনে রাখতে হবে সবার সামনে স্মার্টলি কথা বলা এটিও একটি আর্ট। যা আপনি রাতারাতি নিজেকে সবার সামনে কথা বলার জন্য তৈরি করতে পারবেন না। এর জন্য আপনাকে কিছু নিয়ম কানুন অনুসরণ এবং অনুশীলন করার মাধ্যমে নিজেকে তৈরি করে নিতে হবে।

সবার সামনে গুছিয়ে সুন্দর করে কথা বলার জন্য আমরা আজ এই আর্টিকেলের মাধ্যমে ৬টি গুরুত্বপূর্ণ কথা বলার টিপস আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে নিজের ব্যক্তিত্বকে সবার সামনে উপস্থাপন করতে সাহায্য করবে।

সুন্দর করে কথা বলার ৬টি কৌশল

অনুসরণ করা

এমন কয়েকজন স্পিকারকে ইউটিউব থেকে খুঁজে বার করুন যাদের কথা বলার ধরণ এবং তাদের কথা শুনতে আপনার বিরক্তি আনুভব হয় না।

তাদেরকে অনুসরণ করুন। তারা তাদের কথা বলার স্টার্টিং কিভাবে শুরু করে, মুল বক্তবে যাওয়ার পূর্বে তাদের ইন্ট্রো কিভাবে ক্লোজ বা শেষ করছে তা লক্ষ্য করুন।

আরো পড়ুন: কাজে মনোযোগ বাড়ানোর ৬টি কার্যকরী উপায়

এছাড়াও তারা তাদের কথার মাঝে হাত-পা কিভাবে নাড়াচ্ছে, কখন কোন দিকে কতক্ষণ দৃষ্টি দিচ্ছে তা খেয়াল রাখুন। অর্থাৎ তাদের কথা বলার মাঝে তাদের বচন ভঙ্গি ফলো করুন এবং সেভাবে বলার চেষ্টা করুন। এভাবে কিছুদিন অনুশীলন করলে আপনি নিজেই নিজের অগ্রগতি দেখতে পাবেন।

আত্মবিশ্বাসী হওয়া

গুছিয়ে কথা বলার জন্য নিজেকে আত্মবিশ্বাসী হওয়া চাই। আপনি যদি নিজে থেকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে না পারেন তবে আপনি নিজেকে উপস্থাপন করতে নার্ভাস ফিল করবেন আর এতে করে আপনি সবার সামনে নিজেকে উপস্থাপন করতে ব্যর্থ হবেন।

আরো পড়ুন:৭টি ইংরেজি শেখার সহজ উপায়

মনের ভেতর থেকে নিজেকে একজন সাহসী এবং আত্মবিশ্বাসী ব্যক্তি হিসাবে মেনে নিন। তাহলে বাইরের দিক থেকে নিজেকে আত্মনির্ভরশীল অনুভব করবেন আর এতে করে আপনি আপনার প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং ভীতি থেকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

আপনি যদি “The King’s Speech” মুভিটি দেখেন তাহলে বুঝতে পারবেন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা কতটা গুরুত্বপূর্ণ।

আঞ্চলিক ভাষা পরিহার করা

স্মার্টলি কথা বলা এর জন্য আপনাকে আঞ্চলিক ভাষা পরিহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার আঞ্চলিক ভাষা পরিহার করতে পারছেন ততক্ষণ আপনি আপনার কথার দ্বারা অন্যকে আকৃষ্ট করতে ব্যর্থ হবেন।

আরো পড়ুন: পাসপোর্ট করতে কি কি লাগে?

আপনি আঞ্চলিক ভাষা পরিহার করতে না পারলে মানুষ আপনার কথার থেকে গুরুত্ব হারিয়ে ফেলবে এবং বিরক্তি অনুভব করবে। কাজেই আপনাকে আঞ্চলিক ভাষা পরিহার করতেই হবে।

তাড়াহুড়ো না করা

কথা বলার সময় তাড়াহুড়ো করে কথা না বলা এবং সময় নিয়ে কথা বলা। তাড়াহুড়ো করলে নিজেকে কখনোই অন্যের সামনে উপস্থাপন করতে পারবেন না। মানুষ আপনার কথা শুনতে বিরক্তি অনুভব করবে যা সবার সামনে আপনাকে একজন অনুপযুক্ত ব্যক্তি হিসেবে ধরে নিবে।

পয়েন্ট ধরে কথা বলা

কথা বলার সময় পয়েন্ট ধরে ধরে কথা বলুন। এতে করে আপনি যখন আপনার কথা চালিয়ে যাবেন এবং পয়েন্ট অনুযায়ী কথা বলবেন তখন অপর পাশের মানুষরা আপনাকে আপনার কথায় যত্নশীল একজন ব্যক্তি হিসেবে মনে করবে এবং আপনার কথায় মনোযোগী হয়ে উঠবে। আপনি কি বলছেন তা শুনতে আগ্রহী প্রকাশ করবে।

আপনি যদি কখনো হুমায়ূন আহমেদের বইগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন তার বইয়ের মধ্যে তিনি এমন ভাবে পাঠকদের আকৃষ্ট করে ধরে রাখেন যে, একজন পাঠকের মাইন্ডসেট এমন তৈরী হয়ে যায় আর সেই পাঠক বইটি শেষ পর্যন্ত পড়তে বাধ্য হয় বইটির শেষ পযন্ত কি আছে তা জানতে।

শ্রোতাদের প্রতি গুরুত্ব দেয়া

শুধু হরবর করে কথা বলে গেলেই চলবে না অপর পাশের মানুষরা আপনাকে কিভাবে নিচ্ছে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আপর পাশের মানুষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার অভ্যাস করুন অর্থাৎ যেটাকে আই কন্টাক্ট বলা হয়। যা অপর পাশের মানুষগুলোকে আপনার কথায় আকৃষ্ট করতে উদ্বুদ্ধ করবে। শুধু তাই নয় মাঝেমধ্যে অপর পাশের মানুষকে কিছু প্রশ্ন ছুড়ে দিন, তাদেরকে জিজ্ঞাসা করুন।

উপসংহার

আশাকরি কিভাবে সুন্দর করে কথা বলতে হয় আমাদের আর্টিকেলটি পড়ার মাধ্যমে সে সম্পর্কে বিস্তারিত জানতে পরেছেন। উপরোক্ত পয়েন্টগুলো অনুসরণ করলে আপনি সুন্দর করেন কথা বলতে সক্ষম হবেন।

Leave a Comment