৭টি ইংরেজি শেখার সহজ উপায়

5/5 - (1 vote)

ইংরেজি শেখার সহজ উপায় খুঁজতে খুঁজতে আপনি ক্লান্ত কিন্তু ইংরেজি আর শেখা হয়ে উঠেনা। কারন আপনি খুজঁতে মজা পান শুরু করতে নয়। আজকের এই আর্টিকেলটি পড়ার পর খোঁজা-খুঁজি বন্ধ করে শুরু করে দিতে হবে।

সবার প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি কেন ইংরেজি শিখতে চান, কেন আপনার ইংরেজি শেখা প্রয়োজন তা আগে নিশ্চিত করুন।

আপনি কি বাহিরের দেশে হায়ার স্টাডি করার জন্য ইংরেজি শিখতে চান নাকি আপনার কর্মজীবনে নিজেকে প্রেজেন্ট করার জন্য ইংরেজি শিখতে চান নাকি ক্লাইন্ট ম্যানেজমেন্টের জন্য ইংরেজি শিখতে চান নাকি এমনিতেই আপনি ইংরেজি শিখতে চান নিজেকে স্মার্ট দেখানোর জন্য।

আপনি আপনার কারণ সম্পর্কে নিশ্চিৎ হতে পারলে আপনার ইংরেজি শেখার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকবেন। এর জন্য সবার আগে চাই নিজের সম্পর্কে জানা তারপর শুরু করা।

ইংরেজি শেখার সেরা উপায়

আপনি যদি খুব সহজে ইংরেজি শিখতে চান তাহলে আপনার জন্য সেরা দুটি সহজ উপায় আর তা হলো-

  1. ইংরেজিতে বলতে চাইলে আপনাকে বেশি বেশি ইংরেজি শুনতে হবে।
  2. ইংরেজিতে ভালো লিখতে চাইলে আপনাকে বেশি বেশি ইংরেজি পড়তে হবে।

কি মেনে নিতে পারলেন না তাইতো! আমিও মেনে নিতে পারিনি কিন্তু আপনি একবার ভেবে দেখুন তো আপনি বাংলাতে কথা বলা কিভাবে শিখেছিলেন? সবাই এভাবে বলে, আমিও বললাম।

টিভিতে, মুভিতে বাইরের দেশের পিচ্চি পিচ্চি বাচ্চারা কত সুন্দর করে ইংরেজিতে কথা বলে দেখেই মুদ্ধ হয়ে যাই ইশ্… আমিও যদি এভাবে ইংলিশে বলতে পারতাম কতই না ভালো হতো। আপসোস এর শেষ নেই।

কিন্তু তাদেরকে আপনি বাংলা বলাতে চেষ্টা করিয়ে দিখিয়েন তো তারা আপনার মতো করে বাংলা বলতে পারে কিনা? কখনোই কিন্তু আপনার মতো করে বাংলাতে কথা বলতে পারবে না তার কারন হলো Environment অর্থাৎ পরিবেশ। আপনি বাংলা সুন্দর করে কথা বলতে পারেন কারন আপনার চারপাশের মানুষগুলো বাংলাতে কথা বলে আর সে ইংরেজিতে সুন্দর করে কথা বলতে পারে কারন তার চারপাশের মানুষগুলো সবাই ইংরেজিতে কথা বলে।

তাহলে এখন কিভাবে ইংরেজি শিখবো?

এখন আপনি চাইলেই তো আর আপনার চারপাশের পরিবেশটা ইংরেজিতে সেটআপ করতে পারবেন না কিন্তু আপনার মাইন্ড সেটটা সেভাবে তৈরি করে নিতে হবে যেভাবে আপনি ইংরেজি শিখতে চাচ্ছেন।

নিজের থেকে ছয় মাস থেকে এক বছর সময় নিয়ে নিন। এই ছয় থেকে এক মাস আপনি যত যাই হোক ইংরেজি শেখা বা প্র্যাকটিস করা বন্ধ করবেন না। প্রতিদিন আপনার নিয়ম অনুযায়ী অনুশীলন বা প্র্যাকটিস করে যাবেন।

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে কার্যকারী ৭টি ধাপে ইংরেজি শেখার সহজ পদ্ধতি বলবো যা আপনি আগামি ছয় মাস থেকে এক বছর সময় নিয়ে প্রতিনিয়ত অনুশীলন বা প্র্যাকটিস করে গেলে আপনি আপনার অগ্রগতি দেখতে পারবেন।

৭টি ইংরেজি শেখার সহজ উপায়

নিচে থাকা ইংরেজি শেখার সেরা উপায় গুলো অনুসরণ করার মাধ্যমে ইংরেজি শেখা শুরু করে দিতে পারিন।

১। ইংরেজিতে প্রশ্ন করা শিখুন
২। ইউটিউবের সাহায্য নিন
৩। ইংলিশ ভিডিও দেখুন
৪। ইংলিশ রিডিং পড়ুন
৫। ইংরেজিতে লেখার অভ্যাস করুন
৬। ইংলিশে কথা বলার অভ্যাস করুন
৭। ইংলিশ গ্রামার শিখুন

ইংরেজিতে প্রশ্ন করা শিখুন

ইংরেজিতে প্রশ্ন করা শিখুন। যখন আপনি প্রশ্ন করতে পারবেন তখন আপনি অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারবেন কেউ কিছু জিজ্ঞেস করলে কিভাবে উত্তর দিতে হয় তা বুঝতে পারবেন।

আরো পড়ুন: পড়াশোনায় মনোযোগী হওয়ার উপায়

আপনি একবার উপলব্ধি করুন তো যখন আপনার সঙ্গে একটা ছোট বাচ্চা হাঁটে তখন দেখবেন সে আপনাকে অনেক কিছু জিজ্ঞাসা করে যে, এটা কি, ওইটা কি জিজ্ঞাসা করতে করতে পাগল বানিয়ে ছাড়ে।

আমি আপনাকে একটা ওয়েবসাইটের সন্ধান দিচ্ছি যেখান থেকে আপনি জানতে পারবেন কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে সেটার উত্তর দিতে হয় তা পেয়ে যাবেন। যা আপনাকে ইংরেজি শিখতে অনেকখানি সাহায্য করবে।

ইউটিউবের সাহায্য নিন

ইংরেজি শিখতে ইউটিউবে সাহায্য নিতে পারেন। মনে করে আপনি ইংরেজিতে কথা বলতে ইচ্ছুক। আর আপনি যদি ইংরেজিতে কথা বলতে শিখতে চান তাহলে আমি আমার পক্ষ থেকে দুইটি চ্যানেলের ২টি প্লে-লিস্ট সাজেস্ট করব যা আপনি একজন নতুন হিসেবে আপনাকে ইংরেজিতে কথা বলতে অনেকখানি হেল্প করবে।

ইংরেজি শেখার সেরা উপায়

 

“English Theraphy” এই ইউটিউব চ্যানেল থেকে আপনি একদম বেসিক থেকে কিভাবে ইংলিশে কথা বলতে হয় তা শিখতে আপনাকে অনেক হেল্প করবে।

 

ইংরেজি শেখার সহজ পদ্ধতি

 

“Dadar i School” এই ইউটিউব চ্যানেল থেকেও আপনি একদম বেসিক থেকে ইংরেজিতে কথা বলতে পারা পযন্ত শিখতে সাহায্য করবে।

ইংলিশ ভিডিও দেখুন

প্রতিদিন নিয়ম করে ইংলিশ ভিডিও দেখুন। পডকাস্ট দেখুন, টলকশো দেখুন, টিভি সিরিজ দেখুন, মুভি দেখুন ইত্যাদি। এর মধ্য থেকে যা আপনার ভালো লাগে সেটা দেখতে পারেন। তবে কিছুকিছু টিভি সিরিজ বা মুভি দেখতে পারেন।

এমন কিছু টিভি সিরিজ বা মুভি খুঁজে বার করুন যা অনেক বেবী ল্যাঙ্গুয়েজে কনভারশন করে। নেক্সট টাইম কিভাবে মুভি বা টিভি সিরেজ দেখে ইংরেজি শিখতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

ইংলিশ রিডিং পড়ুন

প্রতিদিন নিয়ম করে ইংরেজি রিডিং পড়ার অভ্যাস গড়ে তুলুন। যা আপনাকে ইংরেজি বুঝতে সাহায্য করবে এবং ইংরেজি ভোকাবুলারি আয়ত্ত করতে হেল্প করবে।

অনেকেই ইংরেজি শব্দার্থ মুখস্ত করতে বলে আমি এটার বিপক্ষে। আচ্ছা আপনি একবার চিন্তা করুন তো আপনি যে বাংলায় প্রতিনিয়তো দৈনিকদিন সাবার সাথে কথা বলছেন আপনিই বলুন তো আপনি বাংলা কতোগুলো শব্দার্থ মুখস্ত করেছেন? একটিও কিন্তু করেননি তবুও হরবর করে দৈনিকদিন কথা বলাতে আপনার কোনো প্রকার সমস্যা হচ্ছে না।

আরো পড়ুন: নিজেকে পরিবর্তন করার ৫টি ইফেক্টিভ উপায়

আপনি যদি প্রতিদিন নিয়ম করে ইংলিশ ভিডিও দেখেন অথবা ইংরেজি রিডিং পড়েন আর এতে যদি কোনো শব্দ ইম্পরট্যান্ট হয় তো সেটি আপনার কাছে বারবার রিপিট হয়ে ফিরে আসবে।

অতএব আপনার সামনে যদি কোনো নতুন শব্দ দেখতে পান সেটার মিনিং অর্থাৎ অর্থটা একবার ভালোভাবে দেখে নিবেন কারন যেহেতু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ ইংরেজি নয়। এভাবেই কোনো শব্দ খুব বেশি গুরুত্বপূর্ণ হলে বারবার আপনি কোথাও না কোথাও দেখতে পাবেন সেই শব্দটি। এভাবেই দেখতে দেখতে আস্তে আস্তে আপনার মস্তিষ্কে এমনভাবে গেঁথে যাবে যা আপনি কখনো ভুলবেন না।

এখন কথা হলো আপনি কি রিডিং পড়া দিয়ে শুরু করবেন?

অনেকে ইংরেজি নিউজপেপার পড়তে বলে আমি মনেকরি যা নতুনদের জন্য নিউজ পেপার পড়ে বোঝাটা অনেক কষ্ট সাধ্য। কেনোনা এখানে এমন কিছু কিছু ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করা হয় আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন একটা ওয়ার্ড বা একটা ফ্রেন্ডের সাথে আরেকটা মিলাতে পারবে না। প্রথম দিনেই রেডিং পড়া ছেড়ে দিয়ে দৌড় দিবেন।

তাহলে এখন উপায় কি?

কোন কারণ নেই। আমি আপনাকে এমন একটি ওয়েবসাইটের সন্ধান দিচ্ছি যেখানে ছোট প্যারাগ্রাফ থাকবে এবং ছোট ছোট সেনটেন্সে সেটি রাইট করা হয়েছে সেখান থেকে প্রতিদিন একটা করে প্যারাগ্রাফ যদি আপনি ভালোভাবে পড়ে বুঝতে পারেন তাহলে আপনি ইংরেজি রিডিং করে বুঝতে পারার ক্ষমতা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন।

ইংরেজি শেখার উপায়

“Listen A Minute” এই ওয়েবসাইট থেকে প্রতিদিন একটা করে প্যারাগ্রাফ প্রয়োজনে দুই থেকে তিনবার রিডিং পড়ুন। প্রতিটা ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলানোর চেষ্টা করুন এবং প্রতিটা সেন্টেন্স এর সাথে প্রতিটা সেন্টেন্সকে মিলানোর চেষ্টা করুন। এভাবে কন্টিনিউ করতে থাকলে আপনি ইংলিশ রিডিং এ অনেকটা এক্সপার্ট হয়ে আসবেন।

ইংরেজিতে লেখার অভ্যাস করুন

প্রতিদিন কিছু না কিছু ইংরেজিতে লিখুন। কোন কিছু লিখতে না পারলে আপনি প্রতিদিন সকাল থেকে রাত অব্দি পর্যন্ত কি কি করেছেন তা ইংরেজিতে লেখার চেষ্টা করুন যদি কোনো কিছু শব্দের ইংরেজি না জানলে সেটা বাংলাতে লিখুন। লেখা শেষে সেই বাংলা শব্দটির ইংরেজি দেখে নিন। এভাবে প্রতিদিন কন্টিনিউ করতে থাকুন।

ইংলিশে কথা বলার অভ্যাস করুন

প্রতিদিন ইংলিশে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। তারপর আপনার মুখের জড়তা কেটে যাবে। এখন তো ভাবছেন কার সঙ্গে কথা বলব?

অনলাইনে একটু খুঁজলেই আপনি এমন কিছু অ্যাপস বা ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে কথা বলার জন্য পার্টনার খুঁজে পেতে পারেন।

আরো পড়ুন: চাকরির ভাইভা প্রস্তুতি এর জন্য ১০ টি কায্যকারি টিপস

সেখানেও যদি কথা বলতে নার্ভাস ফিল করেন তাহলে আপনি আপনার বাসার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে জিজ্ঞাসা করুন এবং নিজেই সেই প্রশ্নের উত্তর দিন। সামনে দাঁড়িয়ে নিজের ভেতর থেকে কোন প্রশ্ন না আসলে প্রয়োজনে আপনি নোট করে নিয়ে এভাবে প্র্যাকটিস করুন। তবু থেমে যাওয়া যাবে না।

ইংলিশ গ্রামার শিখুন

সবশেষে উপরের নিয়ম গুলো ছয় মাস থেকে এক বছর কন্টিনিউ করার পর আপনি ইংলিশ গ্রামার এর কিছু বিশেষ গ্রামেটিক্যাল শিখে নিতে পারেন। যেমনঃ টেনস, পার্টস অফ স্পিস, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, প্রিপজিশন ইত্যাদি গ্রামেটিক্যাল শেখা দিয়ে শুরু করতে পারেন।

উপসংহার

উপরোক্ত ৭টি ইংরেজি শেখার সহজ উপায় গুলো মেনে আপনি যদি ছয় মাস থেকে এক বছর প্রতিনিয়ত অনুশীলন এবং প্রাকটিস করে যেতে পারেন আশাকরি আপনি ইংরেজিতে দক্ষ হতে পারবেন।

Leave a Comment