চিঠির খাম লেখার নিয়ম

5/5 - (1 vote)

চিঠির খাম লেখার নিয়ম জানা থাকা শর্তেও অনেক সময় ভুল করে ফেলি সবকিছু গুলিয়ে ফেলি কোথায় কিভাবে কি লিখতে হবে তা আমরা লিখতে পারি আর এমন হওয়াটাই স্বাভাবিক।

যেহেতু আমাদের সব সময় এই কাজগুলো করা হয়ে উঠে না বিধায় প্রয়োজনের সময় আমরা সবকিছু ভুলে যাই, কনফিউশনে থাকি কোথায় কি লেখতে হবে, কার নাম আগে লিখতে হবে, কার নাম পরে লিখতে হবে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পরে যাই।

আরো পড়ুন: বাংলা ও ইংরেজিতে প্রফেশনাল ভাবে সিভি লেখার নিয়ম

আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন চিঠির খাম লেখার নিয়ম সম্পর্কে। কিভাবে কোথায় কার নাম আগে লিখতে হয় এবং কার নাম পরে লিখতে হয় সে বিষয়ে একটি পরিপূর্ণ ধারণা পাবেন যা আপনাকে পরবর্তী সময়ে ভুল এড়াতে শহায়ক হবে বলে আশা করি।

চিঠির খাম লেখার নিয়ম

চিঠির খামের উপর লেখার সময় নিম্নোক্ত বিষয়ে গুলো সম্পর্কে জানা থাকলে ভুল হওয়ার আশঙ্কা থেকে কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

  • চিঠি খাম লেখার সময় যে বিষয়টি খেয়াল রাখবেন তা হলো খামটিকে সমপরিমান ভাগে ভাগ করে নিতে হবে লেখার জন্য।
  • চিঠির খামের বাম পাশের অংশে প্রেরক লেখার পর আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার ইত্যাদি দিতে হবে।
  • চিঠির খামের ডান পাশের অংশে প্রাপক লেখার পর আপনি যাকে চিঠি পাঠাচ্ছেন তার নাম ঠিকানা এবং ফোন নাম্বার ইত্যাদি দিতে হবে।

বাংলায় চিঠির খাম লেখার নিয়ম ও নমুনা

বাংলায় চিঠির খামের উপর লেখার সময় বাম পাশে এভাবে লিখবেন:
প্রেরক,
আপনার নাম
ঠিকানা
মোবাইল নম্বর

বাংলায় চিঠির খামের উপর লেখার সময় ডান পাশে এভাবে লিখবেন:
প্রাপক,
যাকে পাঠাবেন তার নাম
তার ঠিকানা
মোবাইল নম্বর

চিঠির খাম লেখার নিয়ম
চিঠির খাম লেখার নিয়ম

শেষকথা

আশাকরি চিঠির খাম লেখার নিয়ম সম্পর্কে নারে একটি সুনির্দিষ্ট ধারণা পেয়েছেন। উপরোক্ত নিয়ম অনুসরণ করার মাধ্যমে তা সম্পন্ন করতে পারেন এবং তা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছাবে কোন প্রকার সমস্যা হবে না।

Leave a Comment