চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম

5/5 - (1 vote)

আজকের আর্টিকেলের মাধ্যমে চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম সম্পর্কিত বিষয়াদি সকল তথ্য উল্লেখ করা হয়েছে। যারা কখনো এর আগে যোগদান পত্র লেখেননি তারাও এই আর্টিকেলের মাধ্যমে খুব সহজে তা লিখতে পারবেন।

আপনি নতুন চাকরিতে যোগদান করতে চাচ্ছেন যদি কখনো এর আগে যোগদান পত্র লিখে না থাকেন তাহলে বিষয়টি আপনার কাছে জটিল বলে মনে হতে পারে।

সব ধরনের জটিলতা এড়াতে এবং কিভাবে সুনির্দিষ্ট নিয়ম-কানুন মেনে একটি সুন্দর যোগদান পত্র লিখতে আমাদের দেওয়া সকল নির্দেশনা গুলো অনুসরণ করার মাধ্যমে সম্পাদিত করতে পারবেন।

চাকরিতে যোগদান পত্র লেখার ক্ষেত্রে সতর্কতা

প্রথমত আপনি যে তারিখে যোগদান পত্রটি লিখছেন সেই তারিখটি দিতে করতে হবে ।

এছাড়াও আপনি যে প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করতেছেন সেই প্রতিষ্ঠানের নাম, ঠিকানা অর্থাৎ যার নিকট যোগদান পত্রটি পাঠাতে চাচ্ছেন তা লিখতে হবে।

আপনার আজকের এই পত্রটি যে বিষয়ের উপর ভিত্তি করে লেখা সেই বিষয়টি উল্লেখ করতে করতে হবে।

যার কাছে পাঠানোর জন্য এই যোগদান পত্রটি লিখছে তাকে সম্বোধন করার মাধ্যমে লিখতে হবে। এক্ষেত্রে সেই ব্যক্তিকে জনাব, মহোদয়, স্যার বা ম্যাডাম ইত্যাদি বলার মাধ্যমে সম্বোধন করতে হবে আলোচ্য বিষয় লেখার পূর্বে।

এরপর সেই প্রতিষ্ঠানে চাকুরী করার জন্য যোগদান করছেন উক্ত সেই তারিখটি উল্লেখ করার মাধ্যমে পত্রের মুল অংশটি শেষ করতে হবে।

পত্র লেখন শেষে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেইল এড্রেস ইত্যাদি আপনার তথ্যগুলো লিপিবদ্ধ করে দিতে হবে।

চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম ও নমুনা

তারিখ: ২০ নভেম্বর ২০২৩ খ্রিঃ
বরাবর
জেনারেল ফার্মাসিটিক্যাল কোম্পানি
মগবাজার, ঢাকা।

বিষয়ঃ যোগদান পত্র গ্রহণের জন্য আবেদন।

মহদোয়,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ হুমায়ুন কবির, একজন সেলসম্যান হিসাবে ১/১২/২০২৩ ইং তারিখে আপনার কোম্পানিতে যোগদান করিতে ইচ্ছুক।

অতএব, আমার যোগদান পত্রখানা গ্রহণ করিতে মহোদয়ের সদয় মর্জি হয়।

বিনীত নিবেদক
মোঃ হুমায়ুন কবির
মোবাইলঃ

শেষকথা

উপরোক্ত বিষয়াবলি অনুসরণ করার মাধ্যমে একটি সুন্দর পরিপাটি যোগদান পত্র লিখতে সক্ষম হবেন বলে আশা করি। এছাড়াও সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেজে সংযুক্ত থাকুন।

কমেন্ট করুন

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top